"এ' পথ বড় রহস্যময়" তুমিই বলেছিলে,
কৌতুহলি মন সে রহস্য পথেই বাড়ালো পা'-
দুর্ভেদ্য প্রচেষ্টায় স্বপ্নের কপাট খুলতেই দেখি-
দরজার বাইরেও রয়েছে তোমার আরেক পৃথিবী !
মগডালে থাকা পাতার ফাঁকের আড়ালে দেখা আম-
বহুকষ্টে নিজের অধিকারে আনতেই চোখে পড়লো
অদেখা পাশটুকু রসালো পোকাদের আঘাতে ক্ষত বিক্ষত,
দাড়ালো দা'য়ে জঞ্জাল সাফ করতে করতে পেলাম রসহীন আটি,
চকচকে আটিতে তৃপ্তির কামড় দেবার সাহস হলো না !!
রহস্যময় পথের শেষ ঠিকানায় পৌঁছার দুর্দান্ত ইচ্ছায়-
ইচ্ছে শক্তির শাণিত অস্ত্রে ক্ষত বিক্ষত করেছি আমার ভিতর,
আঘাতে আঘাতে বুকের সবটুকু মাটিকে করেছি চাষযোগ্য ভূমি-
বহুযত্নে সেখানেই রোপণ করেছি সেই চকচকে শক্ত আটি।
চোখের জলে ভিজিয়ে ভিজিয়ে মনের মাটিকে করে তুলেছি সুফলা।
রহস্যময় পথের পথ প্রদর্শক রূপে জেগেছে অঙ্কুর,
কল্পিত যত্নে হু হু করে বেড়ে উঠছে সে রসাল বৃক্ষ,
আবারো ডালে ডালে গজিয়ে উঠছে কচি পাতা,
মুকুলে মুকুলে সুশোভিত হচ্ছে আবারো সে রহস্যবৃক্ষ।
আমার বুকের মাটিকে যদি তোমার আমৃত্যু বাসযোগ্য ভাবতে পারো,
দোহাই তবে, এবার আর পোকাদের আশ্রয় দিও না।
আমার এ' প্রাণান্ত পরিচর্যায়ও যদি তুমি তুষ্ট না হও,
তবে ঝরে যাও এবার, ঝরে যাও পূর্ণতা পাবার আগেই।