আমার ঘর নেই-
বেলা শেষে কোথায় ফেরার তবে এতো ব্যস্ততা ?
দোহায় সংসার, আমায় পিছু ডেকো না.....
আমি তোমার নই ; তুমি আমার হতে চেয়ো না !!
বহুবিদ বৃক্ষ রোপণ করতে করতে.....
আমার মনের শুণ্য "মাঠ"কে জঙ্গলে রূপান্তরিত করো না,
প্রেমহীন জীবিকার আজন্ম কর্মী আমি হতে চাই না,
পাড় ভেঙ্গে আমাকে মিশতে দাও খরস্রোতায়.....!
নিথর সরোবর বক্ষে দু'চারটি সুদৃশ্য কমলে-
আমার সৌন্দর্যের তৃষ্ণা মিটে না, মিটবে না।
সংসার, আমাকে "আশি", "নব্বই" বছরের গণ্ডিতে-
বন্দি করার ফন্দী আঁটা থামাও......!!
সৃষ্টির আদি হতে অন্ত ভ্রমণে আমি দুর্দান্ত পথিক,
আমাকে পথভ্রষ্ট করতে তোমার যত প্রকার কৌশল.....
আমি সব (?) জেনে গেছি মায়াবী সংসার.....
কষ্ট নিয়ো না প্রিয়, আমাকে আর ফেরাতে পারবে না।