পরিচিতি:
মোঃ নূরে আলম আলিফ (আল আমীন)
পিতা- মোহাম্মদ আলী, মাতা- নূর জাহান।
গ্রাম: পূর্বধারা, ডাকঘর ধারাবাজার, উপজেলা: হালুয়াঘাট, জেলা: ময়মনসিংহ। প্রয়াত দু'অনুজ সহ চার ভাই ও এক বোনের মধ্যে বড় সন্তান হিসেবে মেঠো পথ আর ছোট নদী পরিবেষ্টিত নয়নাভিরাম পল্লী জননীর নিবিড় আঁচল ছায়ায় এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা।
গ্রাম্য যাত্রাপালায় শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে শিল্প-সংস্কৃতির জগতে পথচলা শুরু।
"ব্রহ্মহ্মপুত্র যাত্রা ইউনিট" ও "দি পলাশী অপেরা" যাত্রাদলে দীর্ঘদিন স্মারক হিসেবে নিয়োজিত থেকে বাংলা একাডেমিসহ দেশের বিভিন্ন স্থানে বহু যাত্রাপালায় অংশ গ্রহণের সুযোগ হয়েছে।
নাটকের সংলাপ সম্পাদনা ও নাটক লেখার মাধ্যমে লেখালেখির হাতেখড়ি।
বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাসহ একাধিক যৌথ কাব্যগ্রন্থে কবিতা প্রকাশিত হলেও একক কাব্যগ্রন্থ হিসেবে "রূপালী সন্ধ্যার অপেক্ষায়" ছিলো প্রথম কাব্যগ্রন্থ।
"কারো চোখে চোখ রাখিনি" দ্বিতীয় একক কাব্যগ্রন্থ।