সরল প্রস্তাব
নূরে আলম আলিফ
.
ঝুম বৃষ্টি সন্ধ্যায় একদিন হারিয়ে যাবো, যাবে ?
টাপুরটুপুর মধ্য দুপুর কিংবা রাতে
বন্ধ ঘরে সবাই যখন কাঁথামুড়ে;
নয়তো আড্ডায় কাঁঠাল-মুড়ি;
কিংবা গুজব গল্পে যখন উঠবে মেতে-
তখন পদ্মফোটা পুকুরজলে নাইতে যাবো, যাবে ?
.
গোলাপ চু'য়ে ঝরা জল দু'হাত ভরে নিয়ে,
ধু'য়ে দেবো তোমার যতো মন খারাপের বিকেল;
কিংবা কোন জোনাক-জ্বলা সুনসান মধ্যরাতে
মেঘেদের বাঁধ কেটে যখন উঠবে হেসে শশী,
তখন তোমার যতো কষ্ট আছে চাঁদ-বুড়িকে দেবো;
সুখের বিলি কাটতে তোমার এলোকেশ দিও, দেবে ?
.
একলা বসে গভীর ধ্যানে ভাবছো কাকে ?
পড়ছো বুঝি পরম মায়ায় এই লেখাটা- না ?
ভাবছো তোমার বিষাদ ঘানি টানবে কে কোন সুখে ?
জেনে নাও, স্নেহের সিঁড়ি বেয়ে প্রেমের পথে আমি পথিক,
স্নেহ-প্রেমের দাঁড়িপাল্লায় ভারী হলে প্রেম,
তোমার মনের খাসমহলে টেনে নিও, নেবে ?
অসাধারণ
ReplyDelete