অহন আমার ভাল্লাগেনা
নূরে আলম আলিফ
হাতার পাইড়া পাড় অইতাম "পুলাইতি" বিল
আছলো তহন চৈত মাস হিংড়া কাডায় ভরা,
তুই খেড়হি ভাইঙ্গা আইতি সখি দ্বোর দিয়া খিল
আসমান জুইড়্যা আসতো চাঁন্নি, মিটমিইট্যা তাঁরা।
হালুকফুল তুইল্লা তর বেণীত দিতাম গুইঞ্জা
শরমে তর মুখখানি অইতো সখি লাল,
ডাইন আতে তর বাঁও আত ধরলে চোখ দুইডা মুইঞ্জা
মিনমিনায়া কইতি "এমনি থাহুম চিরকাল"।
আউলা বাতাস ভইরা আইতো কত ফুলের গন্ধ
কইতি আমায় "এই রাইত যদি শেষ না অইত আর-
বছর ভইরা থাকত যদি আমগো ইশকুল বন্ধ
এই বিলের পাড়ই জীবনডারে করতাম দুইজন পার।"
কইতাম আমি "ধ্যাততিরিকি খাওন কইত্যে আইবো
পড়ালেহায় মন না দিলে চারহি পামু কই গো",
তুইও কইতি, "যেরম কাডার জীবন কাইট্যা যাইবো
তুই চারহি লইয়া দূরাত গেলে কেমনে আমি সইবো" ?
ফুরাইত না কথা আমগো, কাইট্যা যাইত রাইত
আহা ! টলমল চার চোখ্যে দুইজনে দুই পথে,
ঘুমের মানুষ ঘুম থাকতেই যাইতাম আমরা বাইত
এইরম কইরা চাইর পাঁচ বছর কাটল কোনমতে।
আইয়ে পাশ করছি আমি বাপের বড় পুত
চারহি একটা লওয়াই লাগব, খুব বুঝাইলাম তরে,
তর তহন নাই ফ্রগ পড়ার বয়স, অইছে খানিক বোধ
কইলি, "আমায় চারহি পাইয়াই নিবা কিন্তু ঘরে !
হেই যে আইলাম তরে ছাইরা, ছাইরা সইন্যের গাঁও
লইলাম চারহি, অইছে টেহা তাও সুখ গ্যাছেগা দূরাত,
অহন আমার ভাল্লাগেনা, খালি মন করে আউমাউ
আমায় ছাইরা তর মনডাও কি পড়ছে প্রেমের পোড়াত ?
কত সুন্দর প্রেম কাব্য।
ReplyDelete